লেবাননে ইসরায়েলের হামলা, নিহত হিজবুল্লাহর এক কমান্ডার

|

লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারসহ তিন সদস্যে নিহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ দাবি করেছে দেশটির সামরিক বিভাগ আইডিএফ। এক প্রতিবেদনে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত কমান্ডারের নাম হাসান হোসেইন সালামি। তিনি হিজবুল্লাহর নাসের ইউনিটের সদস্য ছিলেন। বেক্কা ভ্যালিতে হামলায় মৃত্যু হয় অপর দুই হিজবুল্লাহ সদস্যের। এদিন লেবাননের দক্ষিণে গোষ্ঠীটির একাধিক ঘাঁটি হামলার শিকার হয়।

এদিকে এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। বিমান হামলায় ধ্বংস হয় হিজবুল্লাহর একটি সামরিক যান। টার্গেট করা হয় রকেট লঞ্চিং সাইটও।

আইডিএফ’র দাবি, গোলান মালভূমির দিকে রকেট ছোড়া হতো সেখান থেকে। তেল আবিবের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।

এর আগে, গত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ২শ’ হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ৫০ বেসামরিক। সংঘাতে ইসরায়েলের ১২ সেনা ও ৫ বেসামরিক নিহত হয়েছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply