আওয়ামী মন্ত্রীরা গ্রামের মেয়েদের মতো ঝগড়া করছে: রিজভী

|

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার তাদের ব্যার্থতা ঢাকতে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। এটি তাদের পুরোনো অভ্যাস। আওয়ামী মন্ত্রীরা এখন গ্রামের মেয়েদের মতো ঝগড়া করছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একসংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। সিন্ডেকেট নিয়ন্ত্রণ না করে করতে পারছে না সরকার। রমজানে সাধারণ মানুষ স্বস্তি চায়। উল্টো বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারার পাশাপাশি দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বাড়ছে। চিনি, খেজুরের দাম কমানোর ঘোষণার পরও তা না হয়ে উল্টো দাম বাড়ানো হচ্ছে। মানুষের উপর চাপ বেড়ে যাচ্ছে। অভাব সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করছে।

এসময় ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয় বরং বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য। রিনি সত্য কথা বলতে ভহুলে গেছেন বলেন মন্তব্য করেন তিনি।

এসময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ১৫বছর পরও বিএনপির উপর দায় চাপিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা। বরাবরের মতই ১৫ বছর পর বিএনপির উপর দায় চাপাচ্ছে। বিডিআরের সাবেক ডিজি লে. জে মঈনুল ইসলামের বক্তব্যে উঠে আসে কোন রাজনৈতিক দলের নেতারা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ছিলো। বিদ্রোহের ঘটনা কোনোভাবে ধামাচাপা দেয়া যাবে না।

রিজভী আরও জানান, মঈনুল ইসলামের বক্তব্য প্রমাণ হয় আওয়ামী লীগ ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে ৫৭জন সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। আর এ কাজে তাদের বিদেশী প্রভুরা সহযোগীতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply