‘রোহিঙ্গা ইস্যু ঠিকভাবে তুলে ধরতে পারেননি প্রধানমন্ত্রী’

|

রোহিঙ্গা ইস্যু জাতিসংঘে ঠিকভাবে তুলে ধরতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ব্যর্থ কুটনীতির জন্যই দেশে রোহিঙ্গা সংকট প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কুটনৈতিকভাবে সঠিক তৎপরতা চালাতে পারলে বাংলাদেশকে এতো চাপ নিতে হতো না বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

চাপ প্রয়োগে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে বলে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া না হলে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

এসময় ড. মোশাররফ আরও বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে ছুটিতে পাঠিয়েছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply