বুধবার দিনব্যাপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব

|

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউট ও সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট।

আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র।

জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল বলেন, প্রতিবছর আমরা ভাষা শহীদের স্মরণে নানা আয়োজন করে থাকি। বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জাতীয় ভাষা বাংলা হলেও আমাদের ভূখণ্ডে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে নিজস্ব মাতৃভাষা। মাতৃভাষার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তাদের মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে চান বলে জানান তিনি।

বুধবার বিকেল ৩টায় সাতমসজিদ রোডস্থ সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আলী আকবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জনাব মৃন্ময় চক্রবর্তী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply