রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ২৭ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন।
লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন বলেন, গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুর, সবুজবাগ, শ্যামপুর ও বংশালের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় রাব্বী গ্রুপের ৫ জন, হৃদয় গ্রুপের ৭ জন, মুন্না গ্রুপের ৩ জন, হাসান গ্রুপের ২ জন ও রকি গ্রুপের ১০ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল বলে জানায়। এছাড়া মাদক সেবন ও ব্যবসার সাথেও জড়িত ছিল তারা। এ সময় প্রভাবশালীদের মদদে দিন দিন রাজধানীতে কিশোর গ্যাং বিস্তার লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, আটককৃতদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
/আরএইচ
Leave a reply