আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার ২২ বছর বয়সী তরুণ ব্যাটার ইয়ান নিকোল লফটি-ইটন। মাত্র ৩৩ বলে ১১টি চার আর ৮টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার। গত বছর সেপ্টেম্বরে হাংঝুতে এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে শতরান ছুঁয়েছিলেন তিনি। সেই কীর্তি টিকল না ছয় মাসও। মঙ্গলবার কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নেপালের বিপক্ষে ইতিহাস গড়েন লফটি-ইটন।
লফটি-ইটন যখন ক্রিজে যান, তখন ১০.৪ ওভারে নামিবিয়ার সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৬২ রান। এরপর নেপালের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ইয়ান নিকোল লফটি-ইটন। তার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়ে নামিবিয়া। টার্গেট তাড়া করতে নেমে দিপেন্দ্র সিং ও রহিত পুডালের ৪৮ ও ৪২ রানের ইনিংসের পরও ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল।
সেরা ৫ জনের বাকিরা ডেভিড মিলার, রোহিত শর্মা ও সুদেশ উইকরামাসেকারা- এই ৩ জন ৩৫ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শতক হাঁকিয়েছেন।
/আরআইএম
Leave a reply