বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও বেড়েছে। দুই ক্ষেত্রেই প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়েছে৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ দাম নির্ধারণের কথা জানানো হয়। চলতি ফেব্রুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নতুন দাম হবে ঘনমিটার প্রতি ১৪ দশমিক ৭৫ টাকা। অন্যদিকে শিল্পের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের ঘনমিটার প্রতি দাম হবে ৩০ টাকা ৭৫ পয়সা।
এদিকে, গ্রাহক পর্যায়েও প্রতি ইউনিট বিদ্যুতের দাম বৃদ্ধির কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যা কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই। বিদ্যুতে ভর্তুকি থেকে বের হতে দাম সমন্বয় করা হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
/এমএন
Leave a reply