রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের একটি পূজা মন্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইউনিয়নের বিশয় সাওরাইল গ্রামে সার্বজনীন পূজা মন্ডপে রাতের আধারে দূর্গাসহ অন্যান্য মূর্তির বিভিন্ন অংশ ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
পূজা কমিটির সভাপতি তুষার কুমার দাস বলেন,রোববার রাত ১ টা পর্যন্ত আমরা মন্ডপে পাহারায় ছিলাম। এরপর সবাই বাড়ি ফিরে যাই।সোমবার সকালে মন্ডপে এসে দেখি দূর্গাসহ অন্যান্য মূর্তির বিভিন্ন অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এমন করেছে তা বুঝতে পারছি না। ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আবু ফরহাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দোষীদের গ্রেপ্তারে পুলিশী কার্যক্রম চলছে।
পাংশা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু জানান, দূর্গা পূজার প্রথম দিনে এমন ঘটনায় আমরা শোকাহত। অতিদ্রুত দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।
Leave a reply