যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ঝামেলার মুখোমুখি হওয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে না আর্জেন্টিনা। এর বদলে ম্যাচ খেলবে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকার বিপক্ষে।
একের পর এক জটিলতার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমে লিওনেল মেসির প্রতি ক্ষোভের কারণে চীনে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়। এরপর নতুন সূচিতে ভেন্যুর পাশাপাশি প্রতিপক্ষও বদলে যায় আলবিসেলেস্তেদের। নতুন জটিলতা, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ঝামেলার মুখোমুখি নাইজেরিয়া দল। সে কারণে তাদের বদলে কোস্টারিকার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কোস্টারিকার সঙ্গে আগামী ২৬ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির ভেন্যু লস অ্যাঞ্জলসের কলোসিয়াম স্টেডিয়াম। এর আগে, ২২ মার্চ লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে এল সালভাদরের মোকাবিলা করবে মেসির দল।
/এএম
Leave a reply