মারা গেছেন ব্রিটিশ রাজপরিবারে সদস্য থমাস কিংস্টোন। রাজকুমারী গ্যাব্রিয়েলার স্বামী ৪৫ বছর বয়সী থমাস। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি, টেলিগ্রাফ।
মঙ্গলবার বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে তার মৃত্যুর খবর। রাজপরিবারের বিবৃতিতে বলা হয়, গত রোববার (২৫ ফেব্রুয়ারি) গ্লোচেস্টারশায়ারের একটি বাড়িতে পাওয়া যায় থমাসের মরদেহ। তবে তার শরীরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়।
থমাসের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলিয়া। থমাসের পরিবারের কাছে তাদের ‘গভীর শোক ও আন্তরিক প্রার্থনা’র বার্তা পাঠান রাজা ও রানী।
উল্লেখ্য, ইরাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে কাজ করেছেন থমাস। সেসময় জিম্মি মুক্তির ইস্যুতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লেডি গ্যাব্রিয়েলার বাবা প্রিন্স মাইকেল অব কেন্ট প্রয়াত রানী এলিজাবেথের ভাই।
/এএম
Leave a reply