আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে কমিশন। আজ সোমবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করেছে। আসন ভিত্তিক তা পাঠানো হয়েছে। সীমানা চূড়ান্ত করা হয়েছে ৩০০ আসনের। ভোট কেন্দ্রগুলোও ঠিক করা হয়েছে। ৫ শতাংশ অতিরিক্ত কেন্দ্র রাখা হবে এবার। ৩০ অক্টোবর বা এরপর যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।
ইসি সচিব আরো বলেন, এবারের নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি-বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। তবে এখনো নীতিমালা চূড়ান্ত হয়নি।
নির্বাচনের ফল দ্রুত সংগ্রহের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তার বিষয়ে জনপ্রসাশনকে নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভা ত্যাগ করার বিষয়ে সচিব জানান, মাহবুব তালুকদার কিছু বিষয় আলোচনা ও এজেন্ডাভুক্ত করতে চেয়েছেন। তা না হওয়ায় তিনি বর্জন করেন। তবে এজন্য সভা বিঘ্নিত হয়নি।
Leave a reply