আজ মাঠে নামছে আবাহনী-মোহামেডান

|

ক্লাব কাপ হকির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রথম সেমিফাইনালে শিরোপাধারী মেরিনার্স মুখোমুখি হবে ঊষার। অপর সেমি-ফাইনালে লড়বে ঢাকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আকাশি নীলরা। ফলে শেষ চারের লড়াইয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ মোহামেডানকে পায় আবাহনী। শেষ ম্যাচে মেরিনার্সের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হার মানলে গ্রুপ রানার্সআপ হয় মোহামেডান।

চিরপ্রতিদ্বন্দ্বীদের সেমিফাইনালে পেয়ে মোটেও চাপ নিচ্ছে না সাদা-কালো শিবির। বরং নিজেদের দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে সেরাটা দিতে প্রস্তুত মতিঝিল পাড়ার দলটি।

অন্যদিকে, প্রতিপক্ষ নিয়ে বাড়তি কোনো চিন্তা করছে না আবাহনীও। ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত আকাশি নীল শিবির।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply