পুলিশের ওপর জনগণের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

|

পুলিশের ওপর জনগণের আস্থা বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, পেশাদারিত্বের সাথে পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে নিজ কার্যালয়ে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। আরও বলেন, পুলিশের ওপর আক্রমণ ও আগুন সন্ত্রাসের ঘটনাগুলোর বিচারে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। যথাযথ বিচার হলে এ ধরনের অপরাধ কমে যাবে।

সরকারপ্রধান বলেন, প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে অপরাধের ধারাও পরিবর্তন হয়েছে। অপরাধ দমনে তাই পুলিশ বাহিনীকে দক্ষতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৫ বছর টানা ক্ষমতায় থাকায় দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বিরাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষ এখন উন্নয়নের সুফল পাচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply