বিডিআর বিদ্রোহ হত্যা মামলার বিচারিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। এজন্য আলাদা বেঞ্চ গঠনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিশু সংবেদনশীল আদালত কক্ষের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, দেশের ৯ জেলায় ১০টি শিশু সংবেদনশীল আদালত কক্ষের উদ্বোধন করেন আনিসুল হক।
এ সময় আইনমন্ত্রী বলেন, শিশুদের জন্য সহিংসতা ও শোষণমুক্ত সমাজ গড়তে এখনও অনেক কাজ বাকি। বিচার প্রক্রিয়ায় শিশুর জন্য সংবেদনশীল পরিবেশ তৈরির কাজ করছে সরকার। শিশু আইন বাস্তবায়নে দক্ষ জনবল, প্রশিক্ষণ ও জ্ঞান সমানভাবে গুরুত্বপূর্ণ।
আদালতগুলোকে ভার্চুয়াল কানেক্টিভিটির আওতায় আনা হবে উল্লেখ করে আনিসুল হক বলেন, শিগগিরই আপিল বিভাগে আরও বিচারপতি নিয়োগ দেয়া হবে।
/এমএন
Leave a reply