হাসপাতালে নেয়া ২২ জনের অবস্থা আশঙ্কাজনক

|

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা এখনও বেঁচে আছেন, তাদের যেন সুস্থ করে তুলতে পারি। তবে আহত ২২ জনের সবার অবস্থাই আশঙ্কাজনক। অনেকের শরীরের বাইরের অংশে পোড়া নেই, কিন্তু ভেতরে পুড়ে গেছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সাত তলা ওই ভবনটির উপরের তলাগুলোতেও রেস্টুরেন্ট এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply