বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতির শোক

|

রাজধানীর বেইলি রোডের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার (১ মার্চ) বঙ্গভবন থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ভয়াবহ এই আগুনের ঘটনায় ৪৫ জন মারা গিয়েছেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩৯ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনায় মৃতদের মধ্যে ৩৫ জনের মরদেহ এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ধীরে ধীরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক ঘণ্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে উদ্ধার কাজে যোগ দেয় বিজিবিও।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply