ত্রাণের জন্য জড়ো হওয়া মানুষের ওপর হামলা নিন্দনীয়: গুতেরেস

|

ফাইল ছবি

মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলার স্বাধীন তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি কতটা ভয়ংকর হয়ে পড়েছে, তা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন তিনি। তীব্র নিন্দা জানান, ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা অসহায় গাজাবাসীর ওপর হামলার।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, এমন ঘটনায় ভীষণ মর্মাহত তিনি। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিরাপত্তা পরিষদের অবস্থানের কথাও উঠে আসে। এসময় ‘ভেটো’ প্রদানের ক্ষমতা নিরাপত্তা পরিষদকে একটি অকার্যকর কাঠামোয় পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply