টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল; কুমিল্লার একাদশে ফিরলেন মোস্তাফিজ

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। যেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। তবে কুমিল্লার হয়ে এই ম্যাচে মাঠে নামতে চলেছেন মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। টস ভাগ্যে আবারও জিতলেন তামিম ইকবাল। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে টসে জিতলেন তামিম। শেষ দুই ম্যাচে বরিশাল দুটি টস জিতে দুটিতেই জয় লাভ করেছিল। মিরপুরের পরিসংখ্যান অনেকটা টস নির্ভর। যারা টস জিতে আগে ফিল্ডিং করছে, লক্ষ্য তাড়ায় তারাই ম্যাচ জিতছে। তামিমদের ভাগ্যে আজ এমন কিছু আছে নাকি সেটাই দেখার।

বরিশালের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে সেটা নিয়েই শিরোপার লড়াইয়ে নেমেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি পরিবর্তন এনেছে। পেসার মুশফিক হাসানের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়ায় ছিটকে যান তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply