ইউক্রেনকে ‘টরাস’ মিসাইল না দেয়ার ইঙ্গিত জার্মানির

|

ইউক্রেনকে দূরপাল্লার টরাস মিসাইল না দেয়ার ইঙ্গিত দিলেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। এক প্রতিবেদনে জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৫০০ কিলোমিটারেরও বেশি অতিক্রম করতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতেও হামলা চালানো যাবে। এ কারণেই কিয়েভকে এ অস্ত্র না দেয়ার সিদ্ধান্ত বার্লিনের।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, যে অস্ত্র নিয়ে কথা হচ্ছে তার চেয়েও অনেক শক্তিশালী সমরাস্ত্র আছে ইউক্রেনের কাছে। টরাস মিসাইলের চেয়েও হাইমার্স রকেট লঞ্চারের সাফল্য বেশি। এই অস্ত্র সরবরাহ করা হলে সেটি কীভাবে ও কোথায় হামলা চালাতে ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত জার্মানির হাতে থাকবে না।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply