গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলায় আরও তিন জন নিহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি ১১৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাস্থল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, হামলায় ৭৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। আহতদের ৮০ শতাংশই গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে, গত বৃহস্পতিবার, দক্ষিণ গাজার আল-রাশিদ স্ট্রিটে নিরস্ত্র সাধারণ মানুষের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসামরিক ফিলিস্তিনিদের ওপর চালানো হয় ওই ভয়াবহ হামলা। এদিকে, বর্বরোচিত এই হামলার ঘটনায় ক্ষোভ চলছে বিশ্বের বিভিন্ন স্থানে।
\এআই/
Leave a reply