মস্কোয় সমাহিত হলেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। মৃত্যুর দুই সপ্তাহ পর শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোরিসোভোস্কি সিমেট্রিতে সমাহিত করা হয় নাভালনিকে। এর আগে, স্থানীয় অর্থোডক্স গীর্জায় হয় সংক্ষিপ্ত শেষকৃত্যের আয়োজন।
পুতিন প্রশাসনের হুমকিধামকি উপেক্ষা করেই যোগ দেয় হাজারো সমর্থক। নাভালনির সমাধিস্থলে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানান তারা। পুতিন বিরোধী নেতাকে হত্যা করা হয়েছে বলে স্লোগান দেন সমর্থকরা। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও কোনো সংঘর্ষ হয়নি এদিন।
\এআই/
Leave a reply