সেতুর দেয়াল ভেঙ্গে বাইরে বেরিয়ে গেলেও পিলারের সাথে আটকে রইলো ট্রাক। ঝুলন্ত যান থেকে রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হলো চালক। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে হয়েছে এমন লোমহর্ষক ঘটনা। লুইসভিল ও ইন্ডিয়ানার মধ্যে সংযোগকারী ক্লার্ক মেমোরিয়াল ব্রিজ দিয়ে যাচ্ছিলো মালবাহী ট্রাকটি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। বেশ কয়েকটি গাড়ির সাথে সংঘর্ষও হয়। পরে বাকা হয়ে বেরিয়ে যায় সেতুর বাইরে। পড়ে না গিয়ে সৌভাগ্যক্রমে পিলারের সাথে আটকে ঝুলে থাকে ট্রাকটি।
এরপর খবর পেয়ে দ্রুত অভিযানে নামে জরুরি বিভাগ। ক্রেন থেকে নিচে নামেন উদ্ধারকারী দলের এক সদস্য। চালককে নিজের সাথে বেধে নিরাপদে তুলে নেন ওপরে। ঝুলন্ত ট্রাক সরিয়ে সেতুর যান চলাচল স্বাভাবিক করতে লেগে যায় বেশ কয়েক ঘণ্টা।
\এআই/
Leave a reply