একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করে পুনরায় বিচার দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এসময় রিজভী সারাদেশে দলের নেতাকর্মীদের ধরপাড়ক অব্যাহত আছে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। গত ১ সেপ্টম্বর থেকে সারাদেশে ৪ হাজার ১৮৭ টি মামলায় ৩ লাখ ৭১ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। এসময় রিজভী আহমেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে দেশে বাকশাল কায়েম করেছে সরকার।
Leave a reply