বিমান থেকে গাজায় ফেলা হবে ত্রাণ: বাইডেন

|

গাজায় ত্রাণ সহায়তায় সর্বোচ্চ চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (২ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, গাজায় ত্রাণ সহায়তার জন্য অনেক কিছুই করার রয়েছে ওয়াশিংটনের।

মার্কিন সামরিক বাহিনী, বিমান থেকে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা ফেলবে বলে জানান তিনি। এর পাশাপাশি উপত্যাকাটির জন্য বিশেষ নৌ করিডরের বিষয়েও চিন্তা করা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন ত্রাণ সহায়তা ফেলার ঘোষণা দিলেও তা কবে নাগাদ ফেলা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply