ভুল বোঝাবুঝির জেরে মার্কিন ড্রোনে হামলা চালিয়েছে জার্মানির যুদ্ধজাহাজ

|

ভুল বোঝাবুঝির কারণে মার্কিন ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে জার্মানির একটি যুদ্ধজাহাজ। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এয়ার অ্যান্ড স্পেস ফোর্স ম্যাগাজিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেল বৃহস্পতিবার লোহিত সাগরে এই ঘটনা হয়। লোহিত সাগরে উড়ে যাচ্ছিলো একটি মার্কিন ড্রোন। একে হুতি বিদ্রোহীদের ড্রোন বলে মনে করে জার্মানির যুদ্ধজাহাজ। এরপর সেটিকে লক্ষ্য করে গোলা ছোড়া হয়। যদিও হামলার সময় ড্রোনটি লক্ষ্য করে ছোড়া গোলা সেটিতে আঘাত করেনি।

উল্লেখ্য, লোহিত সাগরে যাতায়াতকারী পশ্চিমা জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। তাদের দমাতে লক্ষ্য সেখানে অভিযান চালাচ্ছে পশ্চিমা জোট।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply