ভয়াবহ দাবানল টেক্সাসে

|

দাবানলের তীব্রতা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ২ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, টেক্সাসের প্যানহ্যান্ডেলের দাবানল সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এমনকি স্পেস থেকেও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ছড়িয়ে পড়া এই আগুন।

ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে ১০ লাখ একরের বেশি বনভূমি এলাকা। এছাড়াও বন অধিদপ্তর নিশ্চিত করেছে, ওকলাহোমাতে আগুনে ধ্বংস হয়েছে ৩১ হাজার একরের বেশি বনভূমি। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। ইতোমধ্যে বহু স্থাপনা ছাই হয়ে গেছে।প্যানহ্যান্ডেলের অন্তত তিনটি জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে আগুন। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে, আরও দ্রুত ছড়াবে আগুন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply