বেসরকারীভাবে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে ইরানে

|

শেষ হয়েছে ইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। চলছে ভোটগণনা। ইরানি মিডিয়ার বেসরকারী প্রতিবেদন অনুসারে, প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। শনিবার (২ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ভোট কেন্দ্র আইএসপিএ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানে ২৩.৫% এবং জাতীয়ভাবে ৩৮.৫% ভোট পড়েছে।

ইরানের নির্বাচনে টানা ১৬ ঘণ্টা চলে ভোটগ্রহণ। দেশটির ১২তম পার্লামেন্ট নির্বাচনে, মোট ২৯০টি সংসদীয় আসনের জন্য লড়ছেন ১৫ হাজারেরও অধিক প্রার্থী। ভোট অনুষ্ঠিত হয়েছে প্রায় ৫৯ হাজার কেন্দ্রে।

উল্লেখ্য, ব্যালটগুলোর বেশিরভাগই ম্যানুয়াল গণনার মধ্য দিয়ে যাবে এবং চূড়ান্ত ফলাফল আগামী তিন দিনের জন্য নাও আসতে পারে বলে জানিয়েছে ইরানি মিডিয়া।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply