যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পেতে আরও এগিয়ে ট্রাম্প

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থিতার মনোনয়নে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগান, মিসৌরি ও আইডাহো তিন অঙ্গরাজ্যের ককাসে পেয়েছেন বিশাল ব্যবধানে জয়। রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবারের ভোটাভুটিতে মিশিগানের ৯৮ শতাংশ ভোটই পড়েছে ট্রাম্পের পক্ষে। ১৩ ডিস্ট্রিক্টেই হারিয়েছেন টিকে থাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে। পেয়েছেন ৩৯ ডেলিগেটের সমর্থন ট্রাম্প।

মিসৌরি ও আইডাহোতে ৫৪ ও ৩২ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এর আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা ও সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতেও সহজ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে রিপাবলিকান মনোনয়নের জন্য কোনো প্রার্থীকে নিশ্চিত করতে হবে ১ হাজার ২১৫ ডেলিগেটের সমর্থন। রিপাবলিকান বাছাইয়ে অনেকটাই নিশ্চিত ট্রাম্পের প্রার্থিতা। তাই বলা যায়, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আরেকটি বাইডেন-ট্রাম্প লড়াই দেখবে যুক্তরাষ্ট্র।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply