শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. ইউনূসসহ ৪ আসামিকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল ধার্য করা হয়েছে।
রোববার (৩ মার্চ) সকাল ১০টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে যান ড. ইউনূস। সেখানে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এ সময় আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ইউনূস। তিনি বলেন, ন্যায় বিচার পাবো এটাই আশাকরি। যে সময়টা অন্য কাজ করতে পারতাম, সে সময়ে মামলা নিয়ে দৌড়াতে হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান থাকুক।
গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুননির জন্য গ্রহণ করেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। একই সাথে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আপিল ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে হাইকোর্টে যায় কলকারখানা ও পরিদর্শন অধিদফতর। যার রুল শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
এটিএম/
Leave a reply