জমজমাট প্রচারণা চলছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। বিরামহীন প্রচার-প্রচারণার সাথে ভোটারদের নানা আশ্বাসও দিচ্ছেন প্রার্থীরা।
রোববার (৩ মার্চ) সকাল থেকে কুমিল্লা সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু গোয়ালপট্টি এলাকায় গণসংযোগ শুরু করেন। ২ নম্বর ওয়ার্ডে আদালত পাড়ায় প্রচারণা চালান হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম। ৮ নম্বর ওয়ার্ডে ভোট চান ডা. তাহসিন সূচনা। ২২ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন। এ সময় প্রার্থীরা একে অপরের বিরূদ্ধে পাল্টাপাল্টি নানান অভিযোগ করেন।
অপরদিকে, ময়মনসিংহেও সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। চরপাড়া, মাসকান্দা এলাকায় প্রচারণা চালান তিনি। বাইপাস ও সিকারিকান্দা এলাকায় ভোট চান সাদেকুল হক মিল্কি। আরেক প্রার্থী এহতেশামুল আলম প্রচার চালিয়েছেন গাঙ্গিনাপাড় এলাকায়। এ সময় প্রার্থীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নাগরিক নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন ভোটারদের।
/এনকে
Leave a reply