লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। শনিবার (২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। চলমান দুর্যোগের কারণে চরম বিপর্যয়ে বাসিন্দারা। প্রাণহানি এড়াতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে বহু মানুষের।
এদিকে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বিপাকে কৃষি নির্ভর গ্রামগুলোর বাসিন্দারা। ফসলি জমি তলিয়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। বলিভিয়ার আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গেল এক সপ্তাহে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে আক্রে নদীর আশপাশের অঞ্চলে।
\এআই/
Leave a reply