পাকিস্তানে তীব্র হট্টগোলের পর প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ শুরু

|

পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় ১১টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যদের হট্টগোল ও স্লোগানের কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেননি স্পিকার সরদার আয়াজ সাদিক।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, এদিন জাতীয় পরিষদের কার্যক্রম শুরু হয় পিএমএল-এনের জাম কামালের শপথ গ্রহণের মধ্যদিয়ে। স্পিকার সরদার আয়াজ সাদিক এতে সভাপতিত্ব করছিলেন। এ সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থন জানিয়ে এবং শাহবাজ শরিফের প্রত্যাবর্তনের বিপক্ষে স্লোগান দিতে থাকেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা। এতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জাতীয় পরিষদ ভবন।

এক পর্যায়ে স্পিকার আয়াজ সাদিক অ্যাসেম্বলির দায়িত্বরতদের ঘণ্টা বাজানোর নির্দেশ দেন। ঘণ্টা বাজিয়ে জাতীয় পরিষদ সদস্যদের ভোটগ্রহণের নির্ধারিত স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়। এমন হট্টগোলের মধ্যে নির্ধারিত সময়ের অনেক পরে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দুইজন মনোনয়ন জমা দিয়েছেন। পিএমএল-এনের শাহবাজ শরিফ এবং পিটিআই সমর্থিত ওমর আয়ুব প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বনিদ্বতা করছেন। আর ইমরান খানের সমর্থিত পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের হয়ে জাতীয় পরিষদে যোগ দিয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply