মধ্যরাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

|

আজ মধ্যরাতে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। সৌদি আরবের জেদ্দায় রাত ১২টায় শুরু হবে এই প্রীতি ম্যাচ। ‘হেড টু হেডে’র বিচারে যেখানে এগিয়ে রয়েছে ব্রাজিল। লিওনেল মেসিকে ছাড়াই তারুণ্যনির্ভর এক দল নিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে, প্রীতি ম্যাচ ছাপিয়ে সম্মান রক্ষার লড়াই হিসেবেই এই ম্যাচকে নিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনা দু’দলের কোচই।

সৌদি আরবের জেদ্দায় ‘সুপার ক্ল্যাসিকো চ্যাম্পিয়নশীপে’ নামের প্রীতি ম্যাচ হলেও রোমাঞ্চের আহ্বানই দিচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। নেইমার থাকলেও, নেই মেসি। তবে দুই লাতিন পরাশক্তির এই মহারণ দেখতে শেষ হয়ে গেছে ৬২ হাজার ধারণক্ষমতার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের টিকিট। প্রীতি ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হলে, রাখা হয়েছে টাইব্রেকারও।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আর্জেন্টিনার বিপক্ষে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে নারাজ ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপের পর দলটি জিতেছে ৩ ম্যাচের সবকটিতেই।

দু’দলের মুখোমুখি ১০৪ বারের দেখায় এগিয়ে ব্রাজিল। ৪০ জয় যেখানে ব্রাজিলের, সেখানে আর্জেন্টিনা জিতেছে ৩৮ ম্যাচ। তবে, আলবিসেলেস্তাদের প্রেরণা দু’দলের শেষ দেখায় ১-০ গোলে সেলেসাওদের বিপক্ষে পাওয়া জয়।

ব্রাজিল কোচ তিতে বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আমেজটাই অন্যরকম। এমন ম্যাচের শেষ মূহূর্ত পর্যন্ত চোখ রাখতে হবে সবাইকে। মেসি না থাকলেও দলটিতে রয়েছে সম্ভাবনাময় তরুণরা। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই জিততে চাই আমরা।

গোলবারে সার্জিও রোমেরো, রক্ষণে নিকোলাস ওটামেন্ডি, তাগলিফিগো, মাওরো ইকার্দির মতো অভিজ্ঞদের সাথে পাওলো দিবালা, লো সেলসোই আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচের মূল অস্ত্র। অ্যাঙহেল কোরেয়া অথবা লাওতুরো মার্টিনেজের মধ্যে একজনকে দেখা যাবে শুরুর একাদশে।

আর্জেন্টিনার কোচ লায়োনেল স্কেনোলি বলেন, ৩ পয়েন্ট পাওয়াটাই গুরুত্বপূর্ণ, দলের লক্ষ্য সেটাই। বর্তমান দলটিই সেরা আমাদের। লিওনেল মেসির অনুপস্থিতিও মেনে নিতে হচ্ছে। এই তরুণরা কিন্তু সেরাটা দিতে মুখিয়ে আছে। বিশ্বাস রাখতে হবে তাদের ওপর।

বিশ্বকাপ ব্যর্থতার পর এখন পর্যন্ত ৩ ম্যাচেই অপরাজিত আর্জেন্টিনা, ধরে রেখেছে ক্লিনশিটও। তবে, প্রতিপক্ষ বিচারে মেসি-মাসচেরানোহীন দলটির আসল পরীক্ষা হবে আজই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply