বেইলি রোড ট্রাজেডি: বার্ন ইউনিট থেকে ফিরেছেন ১১, চিকিৎসাধীন ৩

|

ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসাধীন ৩ জনকে নিয়ে এখনও শঙ্কা কাটেনি। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তাদের।

এর আগে, বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একে একে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল সার্জন তরিকুল ইসলাম।

তবে, শ্বাসকষ্টসহ নানা জটিলতা আছে চিকিৎসাধীন ৩ জনের। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২ জন।

আর শনাক্ত না হওয়া দুইজনের মরদেহ এখনও রাখা আছে ঢাকা মেডিকেলের মর্গে। গতকাল তাদের ডিএনএ নমুনা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল এ ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা গেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply