পাবনা প্রতিনিধি
আনন্দ উৎসবে পালিত হয়েছে পাবনা জেলার ১৯০ তম জন্মদিন। এ উপলক্ষে আজ ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে ফেইসবুক গ্রুপ পাবনাইয়া এর উদ্যোগে এডওয়ার্ড কলেজ চত্বরে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন সকলে। প্রদর্শন করা হয় পাবনাইয়া লেখা দৃষ্টি নন্দন শৈল্পিক মানব লোগো। এরপর সেখান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। এসময় সকলে জেলার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে কলেজে এসে একত্রিত হয়ে নেচে গেয়ে আর রংতুলিতে মেতে ওঠে সকলে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ফেইসবুক গ্রুপ পাবনাইয়া এর এডমিন পল্লব হোসেন, মহব্বত উল্লাহসহ অসংখ্য মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ১৮২৮ সালের ১৬ অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে। জেলার ইতিহাসে উল্লেখ রয়েছে ১৭৯০ সালের দিকে জেলার বেশির ভাগ অংশ রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল। পাবনায় সামগ্রিক ভাবে ১৮২৮ খৃস্টাব্দে জয়েন্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। ১৮৩২ এ তা স্থায়ী রূপ লাভ করে এবং তাকে স্বতন্ত্র ডিপুটি কালেক্টর রুপে নিয়োগ করা হয়।
Leave a reply