রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডির পর এবার একের পর এক রেস্টুরেন্টে অভিযান চলছে। যেসব আবাসিক ভবনে রেস্টুরেন্ট স্থাপন করা হয়েছে, ধীরে ধীরে ব্যবস্থা নেয়া হচ্ছে সেগুলোর বিরুদ্ধে। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।
তারই ধারাবাহিকতায় রাজধানীর ভাটারা, উত্তরা, ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালানো হয়েছে। আটক করা হয়েছে দু’জনকে।
রোববার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা ও ফুটপাত ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করায় আল্লার দান বিরিয়ানি হাউজের মালিকসহ তিন জনকে আটক করে পুলিশ। এছাড়াও ওই এলাকার রেস্টুরেন্টগুলোকে নিয়ম মানার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযান চালানো হয় উত্তরাতেও। বিভিন্ন অনিয়মের অভিযোগে সেখানকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানা পুলিশ।
অভিযান পরিচালনা করা হয় ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টেও।
পুলিশ জানায়, যেসব খাবারের দোকান ফুটপাত ব্যবহার করে ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
/এএস
Leave a reply