ধানমন্ডিতে এক ভবনে ১৫ রেস্টুরেন্ট, কী করবে রাজউক?

|

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে চলছে অভিযান। বাণিজ্যিক ভবনটিতে রয়েছে অন্তত ১৫টি রেস্তোরাঁ।

সোমবার (৪ মার্চ) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেস্তোরাঁগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

এ সময় ভারী হাতুরি ও সরঞ্জাম দিয়ে চলে উচ্ছেদ উভিযান। তবে রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, উচ্ছেদ অভিযান সম্পর্কে তাদের কোনোভাবে সতর্ক করা হয়নি।

উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, রাজউকের নকশায় দেখানো হয়েছে অফিস। তবে কীভাবে তা রেস্টুরেন্টে রূপান্তর হয় তা বোধগম্য নয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবেন বলেও জানান।

তিনি আরও বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রম। অভিযান চলাকালে কী কী ব্যত্যয় দেখেছেন, এমন প্রশ্ন রাখা হলে তিনি জানান, ভবনটি অনুমোদন দেয়া হয়েছে এফ ওয়ান ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সাধারণত ভবনটিকে অফিস হিসেবে ব্যবহার করার কথা। তবে এখানে ১২-১৫টি রেস্টুরেন্ট পাওয়া গেছে। এ সময় সবগুলো রেস্টুরেন্ট ভাঙা কিংবা সিলগালা করা হবে কিনা, এমন সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি বলে তিনি জানান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply