পোড়া ভবনের সামনে ফুল হাতে শিক্ষার্থীরা

|

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনও আতঙ্ক কাটেনি রাজধানীর বেইলি রোড এলাকায়। আগুনে পুড়ে কঙ্কালসার হওয়া গ্রিন কজি কটেজ এখন মূর্তিমান আতঙ্ক। এখনও ভবনটির সামনে এসে থমকে দাঁড়ান পথচারীরা।

আগুনে তাদের শিক্ষক ও সহপাঠিকে হারিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৪ মার্চ) সকালে শিক্ষার্থীরা ওই ভবনটির সামনে ছুটে আসেন ফুল হাতে। ফুল দিয়ে স্মরণ করেন অগ্নিকাণ্ডে হারানো শিক্ষক ও সহপাঠিকে।

ভবনে নিয়মনীতি ছাড়া রেস্তোরাঁ গড়ে তোলায় এমন দুর্ঘটনা বলে দাবি করেন তারা। এসময় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন শোকসন্তপ্ত শিক্ষার্থীরা।

এদিকে, আগুনে দগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩ জন এখনও শঙ্কামুক্ত নন বলে জানা গেছে। এর আগে, বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়। এখনও ২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply