এলাহবাদের নাম পাল্টে হচ্ছে ‘প্রয়াগরাজ’

|

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহবাদ শহরের নাম ‘প্রয়াগরাজ’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব রাজ্যপাল রাম নায়েক অনুমোদন দিয়েছেন।

প্রাচীনকালে এই শহরের নাম ছিলো প্রয়াগ। যার অর্থ উৎসর্গের স্থান। ১৫৭৫ সালে সম্রাট আকবর এই স্থানের নাম দিয়েছিলেন ইলাহাবাদ।

আগামি জানুয়ারি মাসে এলাহাবাদে গঙ্গা, সরস্বতী ও যমুনা নদীর সঙ্গমস্থলে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। সেই মেলার পূর্বেই এলাহবাদের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছিলেন হিন্দু ধর্মগরুরা।

তবে এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিরোধীরা। কংগ্রেস বলছে, নাম পরিবর্তন করা হলে দেশের স্বাধীনতায় শহরটির যে অবদান তার গুরুত্ব কমে যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply