জমি দখলমুক্ত করতে ডিসিদের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

|

রেলের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ, রেল ক্রসিংগুলো সঠিকভাবে পরিচালনায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ সহযোগিতা চান।

পরিবেশ ও জনবান্ধব রেল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলে যাত্রীসেবার মান বাড়ানো হবে। ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। এজন্য বগি সংস্কারের কাজ চলছে।

ঈদে ঘরমুখো মানুষ যেন যানজট মুক্তভাবে বাড়ি যেতে পারে এজন্য সম্মেলনে ডিসিদের সহায়তা চেয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। জেলার কোথায় বেশি দুর্ঘটনা হয় এবং কেন ঘটে এ সংক্রান্ত প্রতিবেদন দিতেও জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসকদের ঘর থেকেই দুর্নীতিমুক্ত হতে হবে বলে সম্মেলনে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈন আব্দুল্লাহ। বলেছেন, ডিসি অফিস ও স্বয়ং ডিসিকেই দুর্নীতিমুক্ত হতে হবে। নিজে দুর্নীতি মুক্ত না হলে অন্যদের দুর্নীতি মুক্ত করা যাবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply