পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। হিজবুল্লাহর ছোড়া মিসাইলের আঘাতে মৃত্যু হয় এক বিদেশী শ্রমিকের। সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার, ইসরায়েলের উত্তরে কিরাত শমন শহরে ছোড়া হয় অ্যান্টি ট্যাংক মিসাইল। এই হামলায় আহত হয় ৭ জন। এদের বেশিরভাগ থাই ও ভারতীয় নাগরিক। নিহতের জাতীয়তা জানানো হয়নি। অবশ্য এই হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ।
এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে, লেবাননের ভূখণ্ডে প্রবেশে ইসরায়েলের দু’টি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তারা। অন্যদিকে হিজবুল্লাহর ছোড়া একাধিক রকেট ভূপাতিতের দাবি করে তেল আবিব। সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলার নতুন একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই হামলা-পাল্টা হামলা চলছে ইসরায়েল-লেবানন সীমান্তে। নিহত হয়েছে ২ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের অর্ধ শতাধিক বেসামরিক। প্রাণ গেছে সেনাসহ ২০ ইসরায়েলির।
\এআই/
Leave a reply