আসন্ন রমজানে ব্যাংকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। যা চলবে বিরতিহীনভাবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে রোজায় ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এ সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। যা এখন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সপ্তাহে ছুটির দিন (শুক্র ও শনিবার) ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংক চলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ব্যাংকে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত থাকবে। রোজা শেষে বর্তমান সময়সূচি অনুযায়ী ব্যাংক অফিস খোলা থাকবে। সেই সঙ্গে লেনদেনও চলবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে চলতি বছরের রমজান মাস শুরু হতে পারে।
/এমএন
Leave a reply