রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্তোরাঁ মালিক, ভবন মালিকসহ সংশ্লিষ্ট সবাই দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অভিযোগ করেন, অভিযানের নামে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীদের হয়রানি করা হচ্ছে। দেশজুড়ে আটক করা হচ্ছে রেস্তোরাঁ কর্মচারীদের।
ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, ১৩-১৪টি সংস্থার অনুমোদন নিয়ে রেস্তোরাঁ ব্যবসা শুরুর পর এখন যা হচ্ছে, তা হয়রানি ছাড়া আর কিছুই নয়। এককভাবে দোকান সিলগালা করে দেয়া এবং মালিকদের অর্থদণ্ড দেয়া হলেও যেসব সংস্থা অনুমোদন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। এছাড়া ভবন মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
টাস্কফোর্স গঠন করে এ সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
/এমএন
Leave a reply