ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রামে ত্রুটি, বিপাকে ব্যবহারকারীরা

|

হুট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুক-ইনস্টাগ্রামে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। এছাড়া মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করা না গেলেও কল দেয়া যাচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানাতে থাকেন। তবে, এ সমস্যা কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যা দেখা গেছে বলে ব্যবহারকারীদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত এ ধরনের জটিলতা দেখা যায়নি। কী ত্রুটির কারণে এই তিন যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছে, তা-ও জানা যায়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply