সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

সিরিজে সমতা ফেরানোর মিশনে আজ সন্ধ্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রোমাঞ্চকর প্রথম ম্যাচে ৩ রানের হারে সিরিজে পিছিয়ে থাকা টাইগারদের সামনে চ্যালেঞ্জ টপ অর্ডারের রানে ফেরা। যদিও সিলেটে এ ম্যাচেও টস হতে পারে বড় ফ্যাক্টর।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচের আগের দিন মঙ্গলবার দুই দলের ক্রিকেটারই কাটিয়েছেন বিশ্রামরত অবস্থায়। কোনো দলের ক্রিকেটারই অনুশীলন করেননি। সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি জিততে পারলে সমতায় চলে আসবে বাংলাদেশ দল। শান্তর দল অবশ্য মনে প্রাণে সেটিই চাইবে।

যদিও বিকেলে জিম করতে বের হন সৌম্য সরকার-বিজয়-শেখ মাহেদীরা। হোটেল জড়ো হওয়া গণমাধ্যমের ক্যামেরায় এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না তাদের। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি কেউই। হোটেল লবিতে নাজমুল শান্তকে দেখা গেলো শান্ত মেজাজেই। প্রথম ম্যাচের স্কোর কার্ডটা হয়তো এলোমেলো মনটায় কিছুটা শান্তির পরশ হতে পারে। যেভাবে খাদের কিনারায় থেকে দলকে টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ; আর নতুন হয়েও ছোট কাঁধে বড় দায়িত্ব তুলে নিয়েছেন জাকের আলী অনিক তাতে দলটার প্রেরণা হতে পারে এ দু’জনই।

প্রথম ম্যাচে দুই ব্যাটারের কল্যাণে ঢাকা পড়ে যায় বোলারদের ব্যর্থতা। সিলেটের পিচে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা রান দেয়ার মিছিলেই শামিল হয়েছিলেন। ১০-এর বেশি গড়ে রান তুলেছেন লঙ্কান ব্যাটাররা। ২০৬ রানের পাহাড়সম টার্গেট সেদিন বাংলাদেশকে ছুড়ে দেয় চারিথ আসালাঙ্কার দল। 

আবার রানপ্রসবা উইকেটে টপ অর্ডারের ব্যাটাররা একেবারেই রান করতে পারেননি। যে কারণে সিরিজ বাঁচাতে বড় ভূমিকা পালন করতে হবে ব্যাটারদের। বিপিএলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় থাকা তাওহিদ হৃদয় এবং লিটন দাসের দিকে থাকবে বাড়তি নজর। মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের অনিক নিজেদের দিনে কতটা ভয়ানক সেটা এরই মাঝে প্রকাশ পেয়েছে। এবার তাদের ম্যাচ জেতানোর পালা।

তবে বল হাতে মোস্তাফিজের কার্যকারিতা নতুন ভাবনার খোরাক হতে পারে দলের। পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া ব্যাটিংয়ের পরিবর্তে লিটন-তাওহীদের অ্যপ্রোচ তৈরী করতে পারে প্রশ্ন। তবে সব প্রশ্নের উত্তরটা হতে পারে অনিকের ব্যাটেই।

আগের দিনের মতো আজও রানের বন্যা দেখা যেতে পারে সিলেটে। হাই স্কোরিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদেরই প্রমাণ করার সুযোগ থাকছে বেশি। একাদশে খুব বেশি পরিবর্তনের সুযোগও নেই হাথুরুসিংহের কাছে। একাদশ যাই হোক আপাতত টস ভাগ্যের পরিবর্তন নিশ্চয়ই চাইবেন না হাথুরু। শিশিরে ভেজা সিলেটের মাঠে টসটা যে গড়ে দিতে পারে সিরিজের ভাগ্য।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply