আসন্ন লোকসভা নির্বাচনে যে কোন ধরনের সহিংসতার ক্ষেত্রেই ভারতের জাতীয় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে। মঙ্গলবার (৫ মার্চ) কলকাতায় সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এ বার্তা দিলো কমিশন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে কোন সহিংসতা হলে দায় এড়াতে পারবেন না জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দুবার ভাববে না নির্বাচন কমিশন।
পাশাপাশি, দেয়া হয়েছে দেশের সব আন্তর্জাতিক স্থল সীমান্তে কড়া নজরদারির নির্দেশ। প্রকাশ হয়েছে নির্বাচন সম্পর্কিত গাইডলাইনও। প্রস্তুতি খতিয়ে দেখতে রোববার পশ্চিমবঙ্গ সফর করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গেলো তিনদিন, রাজ্যের সব রাজনৈতিক দল, মুখ্য সচিব, ডিজিপি’সহ নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠক করেন তারা।
\এআই/
Leave a reply