তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য রিয়াদ যে ১৫ সদস্যের টিম পাঠিয়ে ছিলো তারা খাশোগিকে হত্যায় ৭ মিনিট সময় নিয়ে ছিলো। খবর সিএনএনের।
মার্কিন সংবাদ মাধ্যমটিতে বলা হয়, তুরস্ক কর্তৃপক্ষের অডিও রেকর্ড অনুসারে, সৌদি পাবলিক সিকিউরিটির ফরেনসিক মেডিসিন বিভাগের পরিচালক সালাহ আল তাকিকী খাশোগির দেহকে কয়েক খন্ড খন্ড করেছিলো।
রেকর্ড অনুসারে, সৌদি কনসাল-জেনারেলের কক্ষে, তার উপস্থিতিতেই খাশোগিকে হত্যা করা হয়। হত্যার আগে তাকে মারাত্মকভাবে মারধর করা হয়েছিল এবং ইনজেকশন করা হয়েছিল।
খাশোগিকে হত্যার পর তাকিকী কনসাল-জেনারেলকে কক্ষ ত্যাগ করতে বলেন এবং খাশোগির দেহকে টুকরো টুকরো করার আগে ১৫ সদস্যের ওই টিমকে গান শুনতে বলেন।
Leave a reply