ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত রোববার তার ভ্যানটি ছিনতাই হয়। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। একপর্যায়ে বুধবার (৬ মার্চ) ভ্যান হারানোর কষ্ট ও বকাঝকার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রোমপট্টি গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মোরছালিন মিয়া (১৪)। সে একই গ্রামের মুনির মিয়ার পুত্র। মোরছালিন পেশায় ভ্যানচালক ছিলেন।
গ্রামবাসীরা জানায়, ভ্যানচালক মোরছালিনের আয় দিয়ে সংসার চলত। গত রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের কবলে পড়ে সে। এ সময় ছিনতাইকারীরা তার ভ্যানটি নিয়ে যায়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। পরে ভ্যান হারানোর কষ্ট ও বকাঝকার কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সে। আজ বুধবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মোরছালিন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শওকত হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/আরএইচ/এমএন
Leave a reply