‘নারী-পুরুষ এক হয়ে কাজ করলে দেশ উন্নত রাষ্ট্র হবে’

|

কোনো বৈষম্য না রেখে নারী-পুরুষ সবাইকে কাধে কাঁধ মিলিয়ে কাজ করলেই ২০৪১ সালের আগেই বিশ্বে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ, এ কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

বুধবার (৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ডিপ্লোমেটিক করসপেনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নারীদের বৈষম্যের কথা তুলে ধরে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, নারীরা এখন অনেক এগিয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণ থেকে শুরু করে সবক্ষেত্রে নারীরা অবদান রাখছে। স্মার্ট বাংলাদেশ গড়তে তাই নারী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply