দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
রিজভী বলেন, গণতন্ত্র এখন বন্দিশালায়। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। গণতান্ত্রিক বিশ্ব ক্ষমতাসীনদের ডামি নির্বাচনকে ভর্ৎসনা করেছে। এছাড়া, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকার মাস্টারপ্ল্যান করে এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ভিন্নমত, মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার সরকার ক্রমান্বয়ে খর্ব করছে। তারা বিরোধী শক্তিকে এ দেশে রাখতে চায় না। সরকার দেশকে পরনির্ভরশীলতা ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করা গেছে। তবে এখনও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়নি। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে এই সরকারকে বিদায় করতে হবে।
/আরএইচ/এমএন
Leave a reply